Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নতুন প্রতিরক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

প্যাট্রিক শানাহানকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মার্ক এস্পারর নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দু’টি পৃথক টুইট বার্তায় এ ঘোষণা দেন ট্রাম্প। প্যাট্রিকের মতো মার্কও আপাতত ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিগত জানুয়ারি থেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ট্রাম্প প্রশাসনে স্থান পেয়েছিলেন প্যাট্রিক। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে দেশটির নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ মহলে এক অনিশ্চয়তার সৃষ্টি হবে বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যমগুলো।

গত সোমবার ওমান উপকূলে দুই মার্কিন ট্যাঙ্কারে হামলার পর প্রতিরক্ষা দপ্তরের সর্বোচ্চ পদে এমন পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দেশটিতে। এ হামলার জন্য ইরানকে দায়ী করে ওই অঞ্চলে অতিরিক্ত এক হাজার সেনা মোতায়েনের আদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সূত্র : ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ