Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ১৬ টন কোকেন জব্দ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ফিলাডেলফিয়ায় নোঙর করা একটি জাহাজের কন্টেইনার থেকে সাড়ে ১৬ টন কোকেন জব্দ করার কথা জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আটক অন্যতম বড় মাদকের চালান বলছে বার্তা সংস্থা রয়টার্স। জব্দ কোকেনের বাজারমূল্য একশ কোটি ডলারের বেশি হবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে সোমবার প্যাকার মেরিন টার্মিনালে অবস্থান করা কার্গো জাহাজ এমএসসি গায়ানেতে অভিযান চালিয়ে ৭টি কন্টেইনার থেকে এ বিপুল পরিমাণ মাদক জব্দ করে বলে ফিলাডেলফিয়ার ফেডারেল আদালতে দেয়া এক অভিযোগে জানানো হয়েছে। কোকেন জব্দের পাশাপাশি জাহাজটির দুই ক্রুকেও আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান দুরাসেভিচ ও ফোনোফাবায়ে তিয়াসাগা নামের ওই দুই ক্রু সমুদ্রযাত্রায় কন্টেইনারে কোকেন ভরতে সাহায্য করার কথা স্বীকারও করেছেন। “এ পরিমাণ কোকেন মিলিয়ন মিলিয়ন মানুষকে মেরে ফেলতে পারে,” মঙ্গলবার টুইটারে বিপুল পরিমাণ মাদক জব্দের ঘোষণা দিয়ে এমনটাই বলেছেন ফিলাডেলফিয়াভিত্তিক মার্কিন অ্যাটর্নি উইলিয়াম ম্যাকসোয়াইন।ফিলাডেলফিয়ায় নোঙরের আগে এমএসসি গায়ানে চিলি, পেরু, কলম্বিয়া ও পানামা হয়ে এসেছে বলে নৌযানটির চলাচলের তথ্য অনুসন্ধান করে জানতে পেরেছে রয়টার্স। জাহাজটির স্বত্তাধিকারী প্রতিষ্ঠান মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি এক বিবৃতিতে কোকেন জব্দের ঘটনাটি অবগত আছে বলে জানিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ