মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না, তবে তেহরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবেন। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ম্যাকডিল এয়ারফোর্স ঘাঁটিতে সাংবাদিকদের এসব কথা বলেন পম্পেও। এসময় তিনি ইরানকে ‘আগ্রাসন’ চালানোর জন্য অভিযুক্ত করেন। পম্পেও বলেন, মার্কিন স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকা সেনা মোতায়েন করেছে। মাইক পম্পেও দাবি করেন, “আমরা অনেক বার্তা আদান-প্রদান করেছি, এমনকি এই মুহূর্তেও আমরা ইরানকে বলেছি যে, আমরা আগ্রাসন মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্য রয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ চান না- আমরা সে বার্তা দেয়া অব্যাহত রাখব তবে ওই এলাকায় মার্কিন স্বার্থ রক্ষার জন্য আমরা সবকিছু করব। এজন্য আমরা ইরানের ওপর এক বছরের বেশি সময় ধরে চাপ সৃষ্টি করে চলেছি।” এর আগে মার্কিন প্রেসিডেন্টও বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না। কিন্তু তেহরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা মোতায়েন করেছে আমেরিকা। অপরদিকে, ইরানের পরমাণু স্থাপনায় ‘কৌশলগত হামলা’র পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওমান সাগরের দুটি তেলবাহী জাহাজে সন্দেহজনক হামলার জবাবে মার্কিন সরকার এ পরিকল্পনা নিয়েছে। ইরান ওই হামলার অভিযোগ নাকচ করেছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কয়েকটি কূটনৈতিক সূত্র ইহুদিবাদী ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা মারিভ-কে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনার প্রতি সমর্থন দিচ্ছে। এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তা, পেন্টাগণের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে হোয়াইট হাউজ গত শুক্রবার থেকে হামলার বিষয়টি নিয়ে লাগাতার আলোচনা করছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। পশ্চিমা একজন কূটনীতিক বলছেন, “ব্যাপক বোমা হামলা চালানো হবে তবে তা পরমাণু স্থাপনায় সীমাবদ্ধ রাখা হবে।” সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক হামলার বিষয়ে উৎসাহী নন; মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিষয়টি নিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করেছেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।