Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘হাউসফুল থ্রি’ মুক্তি পাচ্ছে

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘হাউসফুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র। আশা করা হচ্ছে বলিউডের টানা মন্দার অবসান ঘটবে চলচ্চিত্রটি দিয়ে।
এরই মধ্যে চলচ্চিত্রটির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। সাধারণত রোমান্টিক কমেডি ফিল্মের তেমন করে অ্যাডভান্স বুকিং হয় না। এর আগের দুটি ফিল্মের সাফল্য দেখে বোঝা যায় এটিরও সম্ভাবনা উজ্জ্বল। প্রথম ফিল্মটি মুক্তি ২০১০ সালে এবং আয় ছিল ১১৫ কোটি রুপি। পরেরটির নাম ‘হাউসফুল : দ্য ডার্টি ডজন’। ২০১২তে মুক্তি পেয়ে চলচ্চিত্রটি আয় করে ১৮৫ কোটি রুপি। এর মধ্যে আইপিএলও শেষ হয়েছে। সুতরাং। এই ধারায় ‘হাউসফুল থ্রি’ যে সহজেই শত কোটি রুপি আয় করবে তা নিশ্চিত।
এরোস ইন্টারন্যাশনাল এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে ফিল্মটি মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়াল এবং সুনীল এ লুল্লা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাজিদ সামজি এবং ফারহাদ সামজি। অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, লিসা হেডন, নারগিস ফাখরি, বোমান ইরান, জ্যাকি শ্র্রফ এবং চাঙ্কি পান্ডে। সঙ্গীত পরিচালনা করেছেন তোশি সাবরি, শারিব সাবরি, সোহেল সেন, মিকা সিং, তনিষ্ক বাগচী এবং মিলিন্দ গাবা। এক লন্ডন প্রবাসী এক ভারতীয় মানুষ আর তার তিন কন্যার গল্প, তার সামনে যে কন্যাদের এক রূপ আর তাদের প্রেমিকদের সামনে আরেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল ‘হাউসফুল থ্রি’ মুক্তি পাচ্ছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ