Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ আলিয়া ভাট, শুটিং শেষ না করেই ফিরলেন বাড়িতে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৭:০১ পিএম

অসুস্থ বান্ধবী৷ তাই আর শুটিং-এ থাকতে পারলেন না রণবীর৷ আলিয়াকে সঙ্গে নিয়েই ফিরলেন মুম্বইতে। ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং চলছে বারাণসীতে৷ গত মাসের শেষ সপ্তাহ থেকে সেখানেই রয়েছেন আলিয়া ও রণবীর৷ ছিলেন মৌনি রায় ও নাগার্জুনার মতো অভিনেতারও৷ পরিচালক অয়ন মুখার্জীর ছবির শুটিং ঘিরে চাঁদের হাট উত্তরপ্রদেশের এই শহরে৷ কিন্তু মাঝপথেই বিপত্তি৷

শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন আলিয়া৷ তারপরও শুটিং করতে চেয়েছিলেন৷ কিন্তু, বাধ সাজেন তার বন্ধু রণবীর৷ আলিয়াকে শুটিংয়ে আসতে নিষেধ করেন পরিচালকও৷ তারপরই দেখা যায় বারাণসী থেকে বিমান ধরছেন রণবীর-আলিয়া৷

অভিনেত্রীর অসুস্থতার কারণেই নির্দিষ্ট সময়ের দিন তিনেক আগে শুটিং থেকে চলে আসেন আলিয়া৷ জানা গিয়েছে ফের নভেম্বরের শেষে বারাণসীতেই ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে যোগ দেবেন তিনি৷ চিকিৎসকদের পরামর্শ আপাতত কাজ নয়, বিশ্রামেই থাকতে হবে তাকে৷

চলতি বছরে মুক্তির কথা থাকলেও ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী বছর৷ জানা গিয়েছে, ২০২০-র গ্রীষ্ম কাঁপাবে এই ছবি৷

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলিয়া ভাট

২৭ জানুয়ারি, ২০২০
১৭ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ