যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাত সরকার ঘোষিত গোল্ডকার্ড ভিসা পেয়েছেন বাংলাদেশি শিল্পপতি, সিআইপি আলহাজ্ব মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির)। এর মাধ্যমে বাংলাদেশ ও প্রবাসীদের ব্যাপক সম্মান বয়ে এনেছেন তিনি। জনাব নাসির হচ্ছেন আরব আমিরাতসহ মধ্যপ্রচ্যের দেশগুলোতে বিখ্যাত বাংলাদেশি মালিকানাধীন আল-হারামাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশে এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, সিলেটে আল-হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট।
গত রোববার আরব আমিরাত সরকারের পক্ষ থেকে দুবাইয়ের জিডিআরএফএ সদর দপ্তরে মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) ও তার পরিবারের সকল সদস্যকে এ গোল্ডকার্ড ভিসা প্রদান করা হয়। এসময় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্ণেল আলী মোহাম্মদ আল হাম্মাদি এবং লেফটেন্যান্ট আবু বকর আহমেদ আল আলী তার হাতে এ সম্মাননা আবাসিক গোল্ডেকার্ড ভিসা তুলে দেন।
গত মে মাসে আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষিত গোল্ডকার্ড ভিসা পাওয়া প্রথম প্রবাসী বাংলাদেশি তিনি। এ গোল্ডেকার্ডটি আরব আমিরাতে অবস্থানরত বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিশেষ প্রতিভা, গবেষক, বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষার্থীদের স্থায়ী আবাসিক বাসস্থান প্রকল্পের একটি অংশ।
প্রসঙ্গত উল্লেখ্য, মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) আরব আমিরাত থেকে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণ করে পরপর চারবার সিআইপি নির্বাচিত হন। আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার আল হারামাইন পারফিউমসের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মাহতাবুর রহমান নাসির বলেন, প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে গোল্ডকার্ডটি পেয়ে তিনি গর্বিত ও সম্মানবোধ করছেন। এতে আন্তরিকভাবে আরব আমিরাতের স্বপ্নদর্শী নেতাদের মোবারকবাদ জানান তিনি।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।