Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈঠকে বসছেন পুতিন-টেরিজা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

রুশ প্রেসিডেন্টভ্লাদিমির পুতিন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে-এর মধ্যে একটি বৈঠকের কথা বিবেচনা করছে দুই দেশ। উভয় দেশের মধ্যকার উত্তেজনা কমানোর লক্ষ্যে সম্ভাব্য এ বৈঠকের কথা ভাবা হচ্ছে। এ মাসের শেষ দিকে জাপানে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। যুক্তরাজ্যের সলসবারিতে পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়াকে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ওই হত্যাচেষ্টার জন্য মস্কোকে দায়ী করে লন্ডন। ওই ঘটনায় সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন যুক্তরাজ্যের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন ওয়ালেস। ওই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে দুই রুশ নাগরিকের নামও প্রকাশ করেছে যুক্তরাজ্য। স্কটল্যান্ড ইয়ার্ড এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, তাদের উভয়ের বিরুদ্ধেই সলসবারি হামলায় জড়িত থাকার অভিযোগ দায়েরের মতো ‘যথেষ্ট প্রমাণ’ রয়েছে। আগামী ২৮ ও ২৯ জুন জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হবে এবারের জি২০ সম্মেলন। সম্মেলনের পুতিন-টেরিজা মে-র বৈঠক হলে তা হবে সলসবারি হামলার পর দুই নেতার প্রথম কোনও বৈঠক। ওই হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে দেশটির পার্লামেন্টকে বলেছিলেন, গোয়েন্দা তথ্য থেকে সরকার এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হামলাকারী দুই রুশ নাগরিক রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা। যুক্তরাজ্যে তারা ছদ্মনাম ব্যবহার করেছে বলে প্রতীয়মান হচ্ছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনায় মস্কোর যোগসাজশ অস্বীকার করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ৪ মার্চ সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। কন্যাকে নিয়ে সের্গেই স্ক্রিপাল যেখানে দুপুরের খাবার খেয়েছিলেন- জিজ্জি নামের সলসবেরির ওই পিজার দোকানেই তার স্নায়ুকে আঘাতকারী এই নার্ভ এজেন্টের খোঁজ মিলেছে। অন্তত পাঁচটি স্থানে ফরেনসিক তদন্ত চালানোর পর পিজার দোকানে এর সন্ধান মিলে। জিজ্জিতে দুপুরের খাবারের অন্তত দুঘণ্টা পর সাবেক ওই রুশ গুপ্তচর ও তার মেয়েকে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় কাছের একটি পার্ক থেকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারে যাওয়া একজন পুলিশ কর্মকর্তাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ