মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েক লাখ অবৈধ অভিবাসীকে বের করে দেয়ার কাজ শুরু করবে অভিবাসন বিষয়ক এজেন্সি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। আগামী সপ্তাহেই এই কাজ শুরু হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন পর্যায়ের অবৈধ অভিবাসীদের বের করে দেয়া হবে সে বিষয়টি তিনি উল্লেখ করে নি। যুক্তরাষ্ট্রে অনেক আগে থেকেই বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অভিবাসী আছেন, যাদের অনেকেই অবৈধ। তার সঙ্গে যুক্ত হয়েছে স¤প্রতি মেক্সিকো সীমান্ত দিয়ে ঢলের মতো আসা কিছু অভিবাসী। প্রশাসন এই দুই শ্রেণির অভিবাসীকেই বের করে দেবে কিনা তা স্পষ্ট নয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির দিকে ইঙ্গিত করে ট্রাম্প টুইটে বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী কয়েক লাখ এলিয়েনকে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার পথ বের করে নিয়েছে, তাদেরকে বের করে দেয়ার কাজ আগামী সপ্তাহে শুরু করছে আইসিই। তারা (যুক্তরাষ্ট্রে) আসার পর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তাদেরকে বের করে দেয়া হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ২০ লাখ অভিবাসী আছেন অবৈধ উপায়ে। তার মধ্যে বেশির ভাগই মেক্সিকো এবং মধ্য আমেরিকার। এ মাসের শুরুর দিকে এক চুক্তিতে মধ্য আমেরিকার অভিবাসীদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মেক্সিকো। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাতে মধ্য আমেরিকার কোনো অভিবাসী প্রবেশ করতে না পারে সে জন্য ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করতে রাজি হয়েছে মেক্সিকো। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো যেসব পণ্য আমদানি করে তার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এড়াতে পেরেছে মেক্সিকো। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।