Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে মেজরসহ নিহত ৩

সতর্কতার পরও কাশ্মীরে জঙ্গি হামলা, সেনা আহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই বিচ্ছিন্নতাবাদী ও ভারতীয় সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রাজ্যের অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি অব্যাহত ছিল। এ ঘটনার আগের দিন সোমবার রাজ্যটির পুলওয়ামা জেলায় রাষ্ট্রীয় রাইফেলের একটি গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় আধা-সামরিক বাহিনীটির ছয় সেনা ও দুই বেসামরিক আহত হয়। পরে হাসপাতালে আহত দুই সেনার মৃত্যু হয়। সোমবারের ওই বোমা হামলার পর একই দিন অনন্তনাগ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলিতে এক মেজর নিহত ও আরও এক মেজরসহ তিন সৈন্য আহত হয়। সোম ও মঙ্গলবারের এসব ঘটনায় কর্মকর্তাসহ মোট চার জন ভারতীয় সেনা নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের একটি ভবনে আরও এক বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে বলে তাদের বিশ্বাস। এসব বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহাম্মদের সঙ্গে জড়িত বলে সন্দেহ ভারতীয় কর্তৃপক্ষের। কিছু বিচ্ছিন্নতাবাদী ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তনাগের ঘটনাস্থলে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা অভিযানরত বাহিনীর দিকে গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে জঙ্গি হামলায় অন্তত ৯ জওয়ান আহত হয়েছে। পাকিস্তান আগেই পুলওয়ামায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে ভারতকে সতর্ক করেছিল। একদিন আগেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনকে সম্ভাব্য হামলার বিষয়ে পাকিস্তান ওই সতর্কবার্তা দেয়। তারা একই তথ্য যুক্তরাষ্ট্রকে দিলে তার ভিত্তিতে ওয়াশিংটন থেকেও ভারতকে হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের ওই সতর্কবার্তা পাওয়া পর ভারত সরকার জম্মু ও কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করে বলে রোববার জানিয়েছিল ইন্ডিয়া টুডে। কিন্তু তাতেও বিপদ পুরোপুরি এড়ানো গেল না। এনডিটিভি জানায়, সোমবার পুলওয়ামার আরিহল গ্রামের কাছে ‘৪৪ রাষ্ট্রীয় রাইফেলস’র একটি সমরযান লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণের ধাক্কায় সমরযানটি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরপরই সেখানে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। যদিও এক বিবৃতিতে সেনাবাহিনী একে জঙ্গিদের ‘ব্যর্থ হামলা’ বলে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপদ আছেন। কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। “পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে।” গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৪০ জওয়ান নিহত হন। এর মাত্র চার মাস পর সেখানে আবারও ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলা হল। ইন্ডিয়া টুডে, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ