Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক উপকূলে নিহত ১২, উদ্ধার ৩১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মুগলার কাছে এজিয়ান সাগরে ডুবে যাওয়া একটি শরণার্থীবোঝাই নৌকার ৩১ যাত্রীকে উদ্ধার করেছেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা। নৌডুবির ওই ঘটনায় কমপক্ষে ১২ শরণার্থী সাগরে ডুবে মারা গেছেন বলে জানায় তুরস্কের কোস্টগার্ড। গ্রিসে যাওয়ার পথে সোমবার ভোরে ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার শরণার্থী বোঝাই ৭ মিটার লম্বা ফাইবারগøাসের নৌকাটি তুরস্কের পর্যটন নগরী মুগলার বদরুম উপকূলে ডুবে যায়। কোস্টগার্ড জানায়, নৌকাটিতে ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী নিয়ে যাত্রা করার কিছুক্ষণের মধ্যেই পানি উঠতে শুরু করে। ডুবে যাওয়া নৌকাটির যাত্রীদের উদ্ধার করতে তুরস্কের দুটি উদ্ধারকারী জাহাজ, একটি হেলিকপ্টার ও একটি চৌকস ডুবুরি দল অংশ নেয়। নিখোঁজ যাত্রীদের এখনও তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। উদ্ধার করা যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য থেকে এক আদম পাচারকারীকে গ্রেফতার করে তুর্কি পুলিশ। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ