Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভূমিকম্পে চীনে নিহত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

চীনের সিচুয়ান প্রদেশে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে সিচুয়ানের চ্যাংনিং পল্লীতে কম্পনটি আঘাত হানে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৩৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪। স্থানীয় ভূ-তাত্তি¡ক জরিপ সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটি ছিল ৬ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল সমতলের ১৬ কিলোমিটার গভীরে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনটি ছিল ৫ দশমিক ৮ মাত্রার। ভূমিকম্পের পর ৪০ মিনিটের মধ্যেই অন্তত চারটি আফটার শক আঘাত হানে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী আফটার শকটি ছিল ৫ দশমিক ১ মাত্রার। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে দুই হাজার উদ্ধারকর্মী। তবে ভূমিকম্পের এপিসেন্টার এলাকায় ভারী বর্ষণের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফ্রান্স২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ