Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি’র নতুন কার্যনির্বাহী সভাপতি হলেন নাড্ডা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা। তবে আপাতত দলের সর্বভারতীয় সভাপতি থাকছেন অমিত শাহ। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অমিত শাহ। এর পরিপ্রেক্ষিতেই তার দলীয় কাজের চাপ কমাতে দলের কার্যনিবাহী সভাপতি হিসেবে দায়িত্বপালন করবেন নাড্ডা। ইউনিয়ন মন্ত্রী রাজনাথ সিং এক টুইটে সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, অমিত শাহ দলীয় প্রধানের গুরু দায়িত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে সমানভাবে সামলাতে পারবেন না জানিয়ে সরে যেতে চাইলে দল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। “প্রধানমন্ত্রী তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে অমিত শাহ নিজেই দলীয় প্রধানের দায়িত্ব অন্য কাউকে দেওয়া উচিত বলেছিলেন।” বিজেপি’র সংসদীয় পরিষদের বৈঠকে রোববার নাড্ডাকে দলের কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্র, হরিয়ানা,ঝাড়খন্ড- ৩ রাজ্যের নির্বাচনী কৌশলসহ দলের একাধিক কার্যপদ্ধতি সামলাবেন নাড্ডা। হিমাচল প্রদেশের বিজেপি নেতা নাড্ডার ইমেজ এখন পর্যন্ত বেশ স্বচ্ছ। ৫৮ বছরের এ নেতার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। জে পি নাড্ডা এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ