মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিষ্টি হলেও আম এখন গলার কাঁটা হয়ে উঠেছে ফিলিপাইনের। ২০ লাখ কেজি অতিরিক্ত আম নিয়ে চরম বিপাকে পড়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ইমানুয়েল পিনল জানিয়েছেন, আম চাষীরা জানিয়েছেন চলতি বছর আমের অপ্রত্যাশিত অতিরিক্ত ফলন হয়েছে। এর জন্য তারা জলবায়ু পরিবর্তনে এল নিনোকে দুষছে, যার ফলে চলতি বছর অতিরিক্ত গরম ও শুস্ক আবহাওয়া ছিল। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিলিপাইনের লুজন দ্বীপেই ২০ লাখ কেজি অতিরিক্ত আম রয়েছে। অতিরিক্ত সরবরাহের কারণ এবার আমের দাম কেজিতে ৮৮ পেসো (ফিলিপাইনের মুদ্রা) থেকে নেমে ২৫ পেসোতে চলে এসেছে। পিনল জানান, ফলগুলো পঁচে যাওয়ার এবং দামের আরো অধোগতির আগেই পদক্ষেপ নেওয়ার জন্য চাপ আসছে। তিনি বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদেরকে কিছু একটা করতে হবে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।