Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুবি আউট, শামি ইন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভুবনেশ্বর কুমার। পেস আক্রমণভাগের অভিজ্ঞ এই বোলারের পূর্ণ উপস্থিতি ছাড়াই অবশ্য ভারত জিতেছে একপেশে ম্যাচটি। তবে তার চোট দলের কপালে ফেলছে দুশ্চিন্তার ভাঁজ। ভুবনেশ্বর ঠিক কয়দিন মাঠের বাইরে থাকবেন, তা নিশ্চিত নয় এখনো। তবে অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ভুবনেশ্বরের চোট গুরুতর নয় এবং তিনি সর্বোচ্চ ৩ ম্যাচ মাঠের বাইরে থাকতে পারেন। কোহলি বলেন, ‘ভুবির এটা ছোটখাটো একটি ইনজুরি। আপাতত এটিকে খুব বড় কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে কয়েকটি ম্যাচের মধ্যেই সে সেরে উঠবে। হয়ত সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলতে পারবে না।’ ভুবনেশ্বরের চোটের কারণে কপাল খুলে যেতে পারে মোহাম্মদ শামির, যিনি পরের ম্যাচে একাদশে অনেকটাই নিশ্চিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ