Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুচলেকা দিয়েই পার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

প্রতিটি ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সের জন্য দলের কাউকে না কাউকে পাঠাতে হয় (আবশ্যক)। তবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেসে কাউকে পাঠাতে চায়নি শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছিলো এই ঘটনার জন্য আইসিসি শ্রীলঙ্কা দলের ওপর শাস্তি আরোপ করবে বা ব্যান করবে। তবে মুচলেকা দিয়ে পার পেয়েছে শ্রীলঙ্কা। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসলসি বলেছে, ‘বিভিন্ন মিডিয়া রিপোর্টের বিপরীতে জানাচ্ছে যে, শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত না থাকার জন্য আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেনি। এই ঘটনা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেছে এবং আইসিসিকে আশ্বস্ত করেছে টুর্নামেন্টে এমন ঘটনা আর ঘটবে না। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড লঙ্কান টিম ম্যানেজমেন্টকে উপদেশ দিয়েছে বিশ্বকাপে আইসিসির নিয়ম কানুন মেনে চলতে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ