বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার কারারক্ষীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহান এ আদেশ দেন। চার আসামি হলো- কারারক্ষী সাইফুল ইসলাম (২২), মাদক বিক্রেতা দিদারুল আলম মাছুম ওরফে আবু তালেব মাছুম (৩৫) ও আজিজুল ইসলাম জালাল (৩৬) এবং আলো বেগম (৩৫)।
গত শনিবার নগরীর কদমতলী থেকে কারারক্ষী সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার পকেটে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সাইফুল জানায়- কারাগারে বন্দি ভয়ঙ্কর সন্ত্রাসী হামকা নুর আলমের জন্য ইয়াবা সংগ্রহ করছিল সে। পরে তার দেয়া তথ্যমতে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কারাগারে বসে কারা অভ্যন্তরে এবং বাইরে মাদকের ব্যবসা করে ২০ মামলার আসামি হামকা নূর। তাকে সহযোগিতা করে কয়েকজন কারারক্ষী ও মাদক ব্যবসায়ীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।