Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটোরিকশা ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল। গত রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- হারুন অর রশিদ (২৮), রুহুল আমিন (৩৬), জামাল হোসেন (৬০), সোহেল খাঁ (৪০), ওয়ালী উল্লাহ ওরফে জয় (২১) ও রশিদ খান (৪৫)।

এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই অটোরিকসাসহ গ্রেফতারকৃতদের সাথে থাকা ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকা থেকে অটোরিকসা ছিনতাই করার কথা স্বীকার করে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, চক্রটি ভাড়ায় কোন অটোরিকসায় উঠে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে চালককে মারধর করে পড়ে অটোরিকসা নিয়ে পালিয়ে যায়। আবার প্রকৃত মালিককে খুজে বের করে তার কাছে এসব অটোরিকসা বিক্রির প্রস্তাব দেয়। এভাবে দীর্ঘদিন ধরে তারা অটোরিকসা ছিনতাই ও বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ