Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দির ইজতেমা বন্ধের দাবিতে স্মারকলিপি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৯ এএম

দাউদকান্দি উপজেলার ওলামায়ে কেরাম ও তাবলীগ জামাতের সাথীগণ আগামী ২০, ২১ ও ২২ জুন দাউদকান্দির পাশবর্তী মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে মাওলানা সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে গতকাল দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের অফিসে দাউদকান্দির সার্কেল অফিসে, দাউদাকান্দি মডেল থানা স্বরাষ্ট্রমন্ত্রণালয়, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, কুমিল্লা পুলিশ সুপারসহ কুমিল্লার সকল থানা ও উপজেলায়সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মকবুল ইলাহী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা নজরুল ইসলাম ফরাজী, মাওলানা ওমর ফারুক, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা আবুল বাসার, মজিবুর রহমান প্রমুখ। এ সময় ওলামা কেরামগণরা বলেন, তথাকথিত জেলা ইজতেমা বন্ধ করে ইসলামপ্রিয় সাধারণ মুসল্লীদের মাওলান সাদ এর ভ্রান্ত আকিদা ও বিশ্বাস থেকে রক্ষা করার জন্য আবেদন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাউদকান্দির ইজতেমা বন্ধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ