Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুর বিজিবির অভিযানে ১০৬৪ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ৬:৫৩ পিএম | আপডেট : ৭:২০ পিএম, ১৭ জুন, ২০১৯

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর ৫৮ বিজিবি সীমান্ত এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের মালিকবিহীন এক হাজার ৬৪ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাজা উদ্ধার করেছে। সোমবার বিকালে খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এই তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রোববার ও সোমবার খালিশপুর ৫৮ বিজিবির টহল দলের সদস্যরা জীবননগর উপজেলার গয়েশপুর, গোয়ালপাড়া, ধোপাখালী ও নবদুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে এ সব মাদক দ্রব্য উদ্ধার করে। এ সময় বিজিবি কাউকে গ্রেফতার করতে পারেনি। সীমান্ত এলাকায় এই বিপুল পরিমান ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় বলে ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ