Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল ক্যামেরায় ধাণকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফেরার গান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্রথমবারের মতো পেশাদার ফিল্ম প্রোডাকশনে স্মার্টফোন ব্যবহার করা হয়েছে বাংলাদেশে। নির্মাতা সাফায়েত মনসুর রানার পরিচালনায় ‘ফেরার গান’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পুরোটা ধারণ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সিএস১০ প্লাস দিয়ে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনলাইন স্ট্রিমিং সাইট আইফ্লিক্সে মুক্তি দেয়া হয়েছে। আইফ্লিক্স কার্যালয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরা গণমাধ্যমের সামনে এ স্বল্পদৈর্ঘ্য নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। গ্যালাক্সি এস১০ প্লাস স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে রয়েছে পেশাদার মানের ১২ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এর ৩ টি রিয়ার ক্যামেরা যা দিয়ে ৪কে ভিডিও ক্যাপচার করা যায় অনায়াসে। শূটিংকালে স্মার্টফোনটির সাথে আলাদা কোন লেন্সও ব্যবহার করা হয়নি। স্যামসাং এস১০ প্লাসে থাকা মূল ক্যামেরাতেই ৪কে রেজ্যুলেশনে পুরো শূটিং সম্পন্ন করার ফলে এই স্মার্টফোনটিতে পেশাগত কাজ করবার সক্ষমতা দারুণ ভাবে প্রমাণিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবাইল ক্যামেরায় ধাণকৃত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ