মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি পূরণের আশ্বাসের পরও পশ্চিমবঙ্গে চলছে ডাক্তারদের ধর্মঘট। ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের লাখো রোগী। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন ডাক্তাররা। ছয় দিন ধরে চলা আন্দোলনে ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। পরিস্থিতি উত্তরণে শনিবার রাতে চিকিৎসকদের সমস্ত ন্যায্য দাবিদাওয়া মেনে নিয়ে দ্রæত কাজে ফেরার আবেদন জানান, মুখ্যমন্ত্রী। তবে শিক্ষানবিশ চিকিৎসকের লাঞ্ছনাকে উত্তেজনার বশে হওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী। তার এ দাবি খÐন করে হামলাকে পরিকল্পিত ও সংগঠিত বলছেন ডাক্তাররা। ফলে মমতার আশ্বাসে নরম না হয়ে ধর্মঘট প্রত্যাহারের আবেদন নাকচ করেন বিক্ষুব্ধ চিকিৎসকরা। এ পরিস্থিতিতে দেশের সমস্ত ডাক্তারদের কাছে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। চিকিৎসক নিগ্রহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। এবিপি জানিয়েছে, ‘মুখ্যমন্ত্রীকেই এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে আসতে হবে’ এ দাবি জানিয়ে আন্দোলনে অটল থেকে শনিবার মমতার আলোচনার প্রস্তাবে সাড়া দেননি ধর্মঘটী চিকিৎসকরা। কিন্তু এরপর থেকে কিছুটা চাপে পড়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা, তাদের মধ্য থেকেই সমঝোতার সূত্র বের করার দাবি উঠছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র। গত ছয় দিন ধরে চিকিৎসকদের টানা ধর্মঘটের কারণে পশ্চিম বঙ্গের হাসপাতালগুলোতে অচলাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ধর্মঘটী চিকিৎসকদের হয় তার সঙ্গে অথবা রাজ্যপালের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। রোববার স্থানীয় সময় সকাল ১০টায় মুখ্যমন্ত্রীর এই আবেদনের নিয়ে নিজেদের জেনারেল বডির বৈঠকে বসবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এবিপি, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।