Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করতে না চাওয়ায় কিশোরীকে বাবা ও ভাইয়ের ছুরিকাঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৫ এএম | আপডেট : ১০:২০ এএম, ১৭ জুন, ২০১৯

বিয়ে নয়, পড়াশোনা করতে চেয়েছিল সে। তবে তাতে সায় ছিল না বাবার। অভিযোগ, সে কারণে নিজের ছেলের সঙ্গে মিলে তাই তাকে খুনের পরিকল্পনা করেন ওই ব্যক্তি। এর পর পরিকল্পনা মতো কিশোরীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছুরি দিয়ে বার বার আঘাত করে ফেলে দেওয়া হয় খালে । তবে কোনও রকমে বেঁচে যায় সে। শনিবার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে উত্তর প্রদেশের এক কিশোরী। পুলিশ জানিয়েছে, ১৫ বছরের ওই কিশোরী শাহজাহানপুর জেলার বাসিন্দা। তার অভিযোগ, বিয়ে করতে রাজি না হওয়ায় বাবা ও ভাই মিলে তাকে খুন করতে চেয়েছিলেন। তার কথায়, “বাবা আমাকে খালের ধারে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে ভাই আসে। ও আমার গলায় একটা কাপড়ের ফাঁস লাগিয়ে দেয়। এর পর আমাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে বাবা। ওদের থামতে বলেছিলাম। কিন্তু ওরা থামেনি। একটু পানি চাইলে তা-ও দেয়নি। ওই কিশোরীর আরও অভিযোগ, তাকে মৃত মনে করে খালের জলে ফেলে দেয় তার ভাই। সাঁতার কেটে খাল পেরিয়ে কোনও রকমে প্রাণে বাঁচে সে। এনডিটিভি।

 

 



 

Show all comments
  • Harunur Rashid ১৭ জুন, ২০১৯, ১০:১৯ এএম says : 0
    এদেরকে বাবা বা ভাই বলা ঠিক হবে না।
    Total Reply(0) Reply
  • Laboni ১৭ জুন, ২০১৯, ১০:১৯ এএম says : 0
    ara manuser moddhe pore na
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ