মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওমান উপসাগরে দুই জ্বালানি ট্যাংকারে হামলায় ইরান জড়িত বলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যে দাবি করছে, তা নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। লেবার পার্টির এ নেতা বলেন, ইরানই যে হামলা করেছে- এ ধরনের কোনো অকাট্য প্রমাণ না পেয়ে অকারণে ওই অঞ্চলের উত্তেজনায় সরকারের ঘি ঢালা উচিত না। জেরেমি করবিন আরও বলেন, হামলার জন্য নিশ্চিৎভাবে ইরানকে দোষারোপ করতে থাকলে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাজ্যের যুদ্ধের সম্ভাবনা আরও বেড়ে যাবে। তিনি বলেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলা উত্তেজনা প্রশমনে ভূমিকা না রেখে বরং উল্টো ইরানকে উসকে দিচ্ছে ব্রিটিশ সরকার। শনিবার এক টুইটার বার্তায় যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা এ মন্তব্য
করেন। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।