Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগর ডিজিটাল সেন্টার উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৬ এএম

 নগরীর পাথরঘাটা ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ডিজিটাল সেবা শুরু হয়েছে। গতকাল (রোববার) ইকবাল রোডে অবস্থিত নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রে স্থাপিত এ অনলাইন সেবা কেন্দ্র উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি কর্পোরেশনের সেবাছাড়াও এ ডিজিটাল সেন্টারের মাধ্যমে এলাকাবাসী জন্ম নিবন্ধন সনদের আবেদন, অনলাইনে পাসপোর্টের আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, হজ্বযাত্রীদের প্রাক নিবন্ধন, ওয়ারিশ ও মৃত্যু সনদের আবেদন, চারিত্রিক সনদসহ ২০ ধরনের সেবা পাবেন।

উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের দৃশ্যমান রূপ নগর, গ্রামে-গঞ্জে ডিজিটাল সেন্টার স্থাপন। বর্তমানে নগরীতে ১৯টি ওয়ার্ডে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। অবশিষ্ট ২২টি ওয়ার্ডে এ ডিজিটাল সেন্টার স্থাপন করা হবে। কাউন্সিলর ইসমাইল বালির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দেবাশীষ গুহ বুলবুল , এডভোকেট জিয়া উদ্দিন জিয়া প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম নগর ডিজিটাল সেন্টার উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ