বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ৭৫ সালের ১৬ই জুন তৎকালীন এক দলীয় সরকার যেমন স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে গলে টিপে হত্যা করেছিল। মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে স্বৈরশাসন পাকাপোক্ত করার লক্ষ্যে ৪টি পত্রিকা রেখে অবশিষ্ট সকল পত্রিকা বন্ধ করেছিল, তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারও স্বাধীন সাংবাদিকতা রুদ্ধ করতে ও সংবাদপত্র বন্ধের অপচেষ্টায় সদা সচেষ্ট রয়েছে। কিন্তু দমন-নিপীড়নের ফল কখন শুভ হয় না। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) উদ্যোগে রবিবার বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজার সভাপতিত্বে এবং জেইউবি’র কোষাধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মমিনুর রশিদ সাইন, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেইউবি’র যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ মিলন, দপ্তর সম্পাদক সুমন সরদার, নির্বাহী সদস্য মো. ইউনুস আলী, আব্দুর রহিম, ফেরদৌসুর রহমান, রঞ্জু ইসলাম, সানাউল হক শুভ, এস এম সিরাজ প্রমুখ। সভায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার ১৬ই জুনের আলোচনা সভা করতে না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।