নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
একদিকে বিশ্বের সেরা আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো আর অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্যদিকে হারিয়ে নিজেকে খুঁজতে থাকা হামেস রদ্রিগেজ, ডেভিড অসপিনা আর তরুণ ইয়েরি মিনা।
নামের বিচারে যোজন যোজন এগিয়ে থাকা সেই আর্জেন্টিনাকেই হারিয়ে দিল তুলনামূলক দুর্বল কলম্বিয়া! তাও আবার কোপা আমেরিকার মতো আসরে, সেখানে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আলবেসিলেস্তারা!
সালভাদরে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় কলম্বিয়া।
প্রথমার্ধে দৃষ্টিকটু ফুটবল খেলা আর্জেন্টিনা বিরতির পর ছন্দে ফেরার আভাস দিয়েছিল। তবে তাদের বেশ কিছু সুযোগ নষ্টের মাঝে ৭১তম মিনিটে রজার মার্টিনেসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া।
শেষ দিকে আদায় করে নেয় আরও একটি। ৮৮তম মিনিটে আচমকা গোলের মালিক ডুভার জাপাতা। তাতে হার দিয়ে কোপা আমেরিকায় যাত্রা শুরু হলো লিওনেল স্কালোনির দলের।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্যারগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
‘এ’ গ্রুপে পোর্তো আলেগ্রেতে ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে রাতের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আগের দিন একই গ্রুপে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিক ব্রাজিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।