Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আম পাড়ার অপরাধে প্রতিবন্ধীকে মারধর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ১২:০৯ এএম

আম পাড়ার অপরাধে পেটানো হলো শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরকে। গতকাল শনিবার বিকেলে উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। শ্রবণ প্রতিবন্ধী নাজেম (১৪) উল্লাপাড়া উপজেলার পংরৌহা গ্রামের জহির আলীর ছেলে এবং স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করে। জহির আলী অভিযোগ করেন, তার ছেলে হযরত আলীর বাড়ির পাশের রাস্তার ধারের আম গাছ থেকে একটি আম পেড়ে খেতে খেতে বাড়িতে আসে। খবর পেয়ে হযরত আলী ছেলে জাহিদুল, গোলাপ ও আব্দুল পংরৌহা গ্রামে এসে প্রতিবন্ধী নাজেমকে জোর করে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়। তাকে বেধড়ক পেটায় ওই যুবকেরা। এতে গুরতর আহত হয় নাজেম। তাকে উল্লাপাড়া কেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। মারধরকারী যুবকদেরকে আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আম পাড়ার অপরাধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ