Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় রাস্তার কাজ বন্ধ

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ১২:০৯ এএম

বরগুনার পাথরঘাটা উপজেলার ৩নং চরদুয়ানী ইউনিয়নের ৭নং মঠেরখাল ওয়ার্ডের খলিফারহাট হইতে টেংরা বাজারের রাস্তার উন্নয়নের কাজ ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পরছে এলাকার সহ¯্রাধিক সাধারণ মানুষসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জানা গেছে, খলিফারহাট হইতে টেংরা বাজারের ৩৭১০ মিটার ইটের সলিং রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার ২ শত ২৯ টাকা ৯১ পয়সা বরাদ্দ হয়। উক্ত রাস্তা উন্নয়নের জন্য টেন্ডার হলে রাস্তাটির কার্যাদেশ প্রাপ্ত হন বরগুনার মেসার্স এটম এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. রেজাউল করিম এটম।

জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বরের ৫ তারিখ উল্লেখিত রাস্তার কাজ শুরু এবং ২০১৯ সালের ২ জুলাইয়ের মধ্যে রাস্তা উন্নয়নের সম্পূর্ণ কাজ শেষ করার কথা থাকলেও রাস্তাটি উন্নয়নের নামে রাস্তার এক সীমানায় কিছু বালু দিয়ে বাকি রাস্তায় কোন কাজ করেনি উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তা উন্নয়নের নামে রাস্তায় থাকা ইট তুলে নিয়ে অন্য রাস্তায় ব্যবহার করে। যার ফলে ভোগান্তিতে পরছে সাধারণ মানুষ।

অপর দিকে রাস্তাটির বেহাল দশা হওয়ায় জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়, তাফালবাড়ীয়া ছালামিয়া দাখিল মাদরাসা, হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়, গাব্বাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরছেন চরম ভোগান্তিতে। এতে ব্যহত হচ্ছে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষা কার্যক্রম। এছাড়াও রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পরছেন খলিফার হাটে আসা সাধারণ মানুষ। খলিফারহাট বণিক সমিতির সভাপতি আবুবক্কর মোল্লা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মৃধা, মৌলভী আ. কাদেরসহ এলাকার বাসিন্দারা বলেন, রাস্তাটি উন্নয়নের নামে রাস্তার ইট তুলে নেয়ায় বর্তমানে রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না।
এলজিইডি বরগুনা অফিসের নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদ খান বলেন, বিষয়টির ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিকাদার রেজাউল করিম এটম বলেন, বিভিন্ন সমস্যার কারণে রাস্তাটির উন্নয়নের কাজ করতে বিলম্ব হয়েছে তবে এখন দ্রুত সময়ের মধ্যে শেষ করব। যেখানে ৯ মাসে কোন কাজ করতে পারেনি সেই কাজ মাত্র কয়েক দিনে কিভাবে করবেন জানতে চাইলে তিনি যথাযথ উত্তর দিতে পারেন নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তার কাজ বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ