বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, শহরের চাষাঢ়া থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের ডানে-বামে কোনো হকার থাকবে না। ফুটপাত সাধারণ জনগণের। তারা ফুটপাত দিয়ে চলাচল করবে। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। যদি কেউ হকারদের পক্ষ নিয়ে কথা বলেন, তাদের অনুরোধ করবো- আপনারা হকারদের জন্য অন্য কোথাও ব্যবস্থা করেন। গতকাল শনিবার দুপুরে চাষাঢ়া গোল চত্বর থেকে শুরু করে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত হকারের বিরুদ্ধে অভিযান শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে এসপি এ কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, আমরা হকারদের বিরুদ্ধে নই, দরিদ্র মানুষের বিরুদ্ধে নই। হকারদের অনুরোধ করবো, আপনারা সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দোকান বসাবেন না। কোনো ব্যক্তি বিশেষ নিজের ফায়দা লুটতে হকারদের যেন বসাতে না পারে। আমরা সাধারণ মানুষকে সেবা দেয়ার মানসিকতা নিয়েই কাজ করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নুরে আলম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।