বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধনীরা বেশি সুবিধা পেয়েছে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব মাওলানা এম এ মতিন বলেছেন, এতে গরীব ও মধ্যবিত্তের উপর চাপ বাড়বে। গতকাল (শনিবার) এক বাজেট প্রতিক্রিয়ায় তারা একথা বলেন। ইসলামী ফ্রন্ট নেতৃদ্বয় বলেন, এ বাজেটে সাধারণ জনগণের জীবনমানের উন্নয়নের কোন সংবাদ নেই। বাজেটে ফ্ল্যাট ও জমি কিনে কালোটাকা সাদা করার সুযোগ, সারচার্জে ছাড়সহ ধনীদের বিভিন্ন সুবিধা দেয়া হয়েছে। অন্যদিকে সীমিত ও মধ্যবিত্তের জীবনযাত্রা ব্যয়বহুল করা হয়েছে। মধ্যবিত্তের জীবনকে করের শৃঙ্খলে বাঁধার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ থাকলেই টিআইএন থাকতে হবে। ফলে করযোগ্য আয় না থাকলেও টিআইএন নিতে হবে, যা চরম বৈষম্যমূলক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।