রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শনিবার আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ৫ জন আহত ও চারটি বাড়ি ভাঙচুর হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ঘোষপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক এসএম ফারুক হোসেন ও সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। শনিবার সকাল ৯টায় আকষ্মিকভাবে দুই গ্রুপ দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চন্ডিবিলা গ্রামের চাঁন মিয়া গ্রুপের রাজা মোল্যা (৬৫), আকরাম মোল্যা (৩৫), আসাদ মোল্যা (৪০) সহ পাঁচজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রাজা মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ এলাকায় ইতোপূর্বে দুই গ্রুপ কমপক্ষে ৪-৫ বার সংঘর্ষে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে মো. চাঁন মিয়া মুঠোফোনে বলেন, ফারুক চেয়ারম্যানের লোকজন কোন কারণ ছাড়াই আমার সমর্থকদের ওপর হামলা ও চারটি বাড়ি ভাঙচুর করেছে। চেয়ারম্যান ফারুক হোসেনকে মুঠোফোন পাওয়া যায়নি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।