Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নওগাঁয় পুলিশী বাধায় বিক্ষোভ সমাবেশ করতে পারেনি জেলা যুবদল

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৫:৩৫ পিএম

সাবেক বিচারপতি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম এর বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবীতে নওগাঁয় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ পুলিশী বাধায় নির্ধারিত স্থানে করতে পারেনি। শনিবার বেলা ১২টায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে তারা। জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ ও এ্যাডঃ রফিকুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম সম্পাদক মানিক খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম এর বিরুদ্ধে কটূক্তি করার তীব্র প্রতিবাদ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবী জানান। এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি, সাবেক যুগ্ন সম্পাদক আমিনুল হক বেলার, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।#

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ