Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধুর সমাধিতে বাকৃবি ভিসির শ্রদ্ধাঞ্জলি

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৪:১৮ পিএম

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান । শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে ভিসি এই পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এসময় সেখানে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি , বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, লেকচারার এসিস্ট্যান্ট প্রফেসর'স ফোরামের নেতৃবৃন্দ, অফিসার পরিষদের নেতৃবৃন্দ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের কৃষিবিদদের ১ম শ্রেণীর মর্যাদা দিয়েছেন আমরা তার মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছি। সমাধিস্থল থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকৃবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ