Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডামুড্যায় আগুন লেগে মুদি দোকানির মৃত্যু

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ১১:১৭ এএম

শরীয়তপুর ডামুড্যা উপজেলায় কনেশ্বর বাজারে আগুন লেগে দোকানে আটকা পড়া খোরশেদ শিকদার (৭২) নামে এক মুদি দোকানি পুড়ে মারা গেছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কনেশ্বর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খোরশেদ শিকদার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামের মৃত আবেদ আলী শিকদারের ছেলে।
ডামুড্যা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার ও পুলিশ জানায়, ওই বাজারের ব্যবসায়ী খোরশেদ শিকদারের মুদি দোকানে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কয়েলের থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানের মালিক খোরশেদ শিকদার পুড়ে ছাই হয়ে যায়।

পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। আগুনে দোকানটির ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কয়েলের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ডামুড্যা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ