মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুইজারল্যান্ডে নারী-পুরুষ সমমজুরির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সুইজারল্যান্ডের নারীরা। শুক্রবার দিনব্যাপী নানা ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে নিজেদের অধিকারের দাবিতে সরব হয়েছেন তারা। অনেকেই নিজ নিজ প্রতিষ্ঠানে একদিনের কর্মবিরতি পালন করছেন। কেউ কেউ আবার পালন করছেন কয়েক ঘণ্টার কর্মবিরতি।
লৈঙ্গিক সমতার দাবিতে সুইজারল্যান্ডের নারীরা আন্দোলন শুরু করেছেন দীর্ঘ দিন আগেই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯১৮ সালে ভোটাধিকার প্রয়োগের অধিকারের দাবিতে ইউরোপের অন্য নারীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা। ১৯৯১ সালেও তারা নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামেন। তখন পর্যন্ত সুইস সরকারে কোনো নারী ছিল না। সংবিধিবদ্ধ কোনো মাতৃত্বকালীন ছুটিও ছিল না। ধীরে ধীরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। মন্ত্রিপরিষদে নারীরা যুক্ত হয়েছেন, মাতৃত্বকালীন ছুটি প্রদানকে বাধ্যতামূলক আইন প্রণয়ন করা হয়েছে। তবে দেশটিতে নারী-পুরুষ বেতন বৈষম্য এখনও কমেনি। সুইজারল্যান্ডের নারীরা এখনও পুরুষদের চেয়ে ২০ শতাংশ কম মজুরি পান। আর সে বৈষম্য নিরসনের দাবিতে শুক্রবার আবারও রাস্তায় নেমেছেন সেদেশের নারীরা।
শুক্রবার প্র্যাম নামক একধরনের গাড়িতে করে মিছিল, কনসার্ট থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনেকে তাদের প্রতিষ্ঠানকে আগেই জানিয়ে দিয়েছেন এদিন কাজে যোগ দেবেন না। কেউ কেউ আবার ২০ শতাংশ কম মজুরির সঙ্গে মিল রেখে পুরুষদের ২০ শতাংশ কম সময় কাজ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার তারা স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে বিক্ষোভে যোগ দেন। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।