মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার তৈরি উন্নত প্রযুক্তির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য মস্কোর সঙ্গে সম্পাদিত চুক্তিটি একটি সম্পন্ন চুক্তি। এটি কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেয়া হয়েছে তা আবারো প্রত্যাখ্যান করেছেন তিনি। বুধবার একে পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন প্রসিডেন্ট এরদোগান। আগামী জুলাইয়ের মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্কের কাছে হস্তান্তর করা হবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন তিনি। এরদোগান বলেনে, তুরস্ক এরই মধ্যে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ফেলেছে। এটি একটি সম্পন্ন চুক্তি। আমি আশা করি, আগামী মাসের মধ্যে এটি তুরস্কের কাছে হস্তান্তর করা হবে। এস-৪০০ কেনার ইস্যুতে ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।