মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিষেধাজ্ঞার কারণে রুশ-মার্কিন সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। রাশিয়ার ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রাশিয়ার মির টিভিকে দেয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকার বৃহস্পতিবার সম্প্রচার করা হয়েছে। জাপানে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০’র শীর্ষ সম্মেলনে আগে তিনি এ মন্তব্য করলেন। ওই সম্মলেন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে। পুতিন বলেন, “আমাদের সম্পর্ক নিচের দিকে যাচ্ছে; দিন দিন খারাপ হচ্ছে। আমার মতে- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কয়েক ডজন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা সত্যিই আশা করি তারা সাধারণ জ্ঞানের পরিচয় দেবে।” পুতিন বলেন, “আসন্ন জি-২০ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রসহ সব মিত্রদেশ মিলে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি যা হবে বিশ্বের জন্য গঠনমূলক এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য স্থিতিশীল অবস্থা তৈরি করবে।” এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জাপানে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। তবে রাশিয়া বলেছে, বিষয়টি এখনো নিশ্চিত নয়। অপর এক খবরে বলা হয়, ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানকে নগ্নভাবে ভয়-ভীতি দেখানো ও ব্ল্যাকমেইল করার পদ্ধতি যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে। তিনি আরো বলেছেন, পরমাণু সমঝোতা যদি ভেঙে পড়ে তাহলে তার জন্য যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উলাইয়ানভের এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, পরমাণু সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্র দায়িত্বজ্ঞানহীন অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র শুধু এ সমঝোতা থেকে বের হয়ে যায় নি বরং এর অর্থনৈতিক অংশ যাতে বাস্তবায়ন না করা যায় সেজন্য বাধা সৃষ্টি করছে। পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন ট্রাম্প। রুশ কূটনীতিক বলেন, অন্যরা যাতে ইরানের সঙ্গে বিশেষ করে তেল ও ব্যাংকিং খাতে বৈধভাবে ব্যবসা করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ভয়-ভীতি দেখাচ্ছে। এ অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রকে তার বর্তমান নীতি পর্যালোচনা করারও আহ্বান জানান। উলাইয়ানভ বলেন, যুক্তরাষ্ট্র নিজে পরমাণু সমঝোতা থেকে বে হয়ে গেছে এবং ইরানকেও এ থেকে বের হয়ে যাওয়ার উসকানি দিচ্ছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।