রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুন্ডের সোনাইছড়ি ঘোড়ামরার ছরারকূল গ্রামে পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রাহি আক্তার (৩)। সে ওই এলাকার হায়দার আলী বাড়ির মোঃ হানিফের কন্যা। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড ছরার কূল আলী হায়দার বাড়ির হানিফের মেয়ে রাহি গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘর থেকে বের হয়ে ঘরের পাশে খেলতে থাকে। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন আশপাশে খুঁজেও তার হদিস পায়নি। এক পর্যায়ে বাড়ির কাছের পুকুরে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে রাহির পরিবারের লোকজন পুকুরে নেমে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ সোলায়মান জানান, খেলতে খেলতে মেয়েটি কখন যে পুকুরে পড়ে যায় তা কেউ খেয়াল করেনি। পরে তাকে খোঁজাখুজি শুরু হলে এক পর্যায়ে পুকুরে লাশ ভেসে উঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।