Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোরআন অবমাননার দায়ে কারাদন্ড

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা ) উপজেলা সংবাদদাতা : বরগুনার তালতলীতে পবিত্র কোরআন অবমাননার দায়ে গত রোববার আঃ রহিম সিকদার (৫০) নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আবদুর রহিম গত বৃহস্পতিবার তার স্ত্রী ও কন্যার সাথে পারিবারিক কথার কাটাকাটির একপর্যায় রহিমকে তার স্ত্রী পবিত্র কোরআন নিয়ে শপথ করার কথা বলে। সে হঠাৎ উত্তেজিত হয়ে কোরআন এবং আল্লাহকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে জুতা দিয়ে পবিত্র কোরআনের উপর ৫টি আঘাত করে। এ ঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে রহিমকে গণধোলাই দিলে সে ছুটে পালিয়ে যায়। তাৎক্ষণিক জড়ো হয়ে যায় সহ¯্রাধিক লোক। পরের দিন শুক্রবার পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রাম থেকে জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উপজেলা নির্বাহী অফিসার রহিমকে থানা হাজতে আটক রাখার নির্দেশ দেন। গত রোববার পুলিশ রহিমকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসরাইল হোসেন রহিমের স্বীকারোক্তি নেয়। রহিম তার অপরাধ স্বীকার করে মুরতাদ থেকে পুনরায় মুসলমান হতে চাইলে একজন আলেম ডেকে প্রথমে তাকে তওবা করিয়ে কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে তার স্ত্রীর সাথে পুনরায় বিয়ে পরানোর পর উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরআন অবমাননার দায়ে কারাদন্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ