Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামানত হারালেন ২৯ চেয়ারম্যান প্রার্থী

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর মান্দায় ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২৯ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের দুইজন ও একজন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রয়েছে। একজন প্রার্থী তাঁর এলাকার প্রদত্ত মোট ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগও না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে থাকে। উপজেলা নির্বাচন কার্যালয়ের বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, মৈনম ইউপির আওয়ামী লীগের প্রার্থী আফাজ উদ্দীন খান, সিপিবির প্রার্থী সেকেন্দার আলী, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন; কালিকাপুরে বিএনপির প্রার্থী আজিজুল হক ম-ল, স্বতন্ত্র প্রার্থী রেজাউন নবী ম-ল; ভাঁরশোতে সিপিবির প্রার্থী আব্দুস সোবহান প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম খন্দকার; ভালাইনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল শেখ ও শফি উদ্দীন প্রামাণিক; পরানপুরে স্বতন্ত্র প্রার্থী কাউছার আলী ও কামরুজ্জামান সরদার; মান্দায় স্বতন্ত্র প্রার্থী এজাজ আহমেদ হিন্দোল, মাজেদুর রহমান মিঠু ও রেজাউর রহমান; গণেশপুরে স্বতন্ত্র প্রার্থী মকলেছুর রহমান ও খলিলুর রহমান; প্রসাদপুরে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মোল্যা ও নূর বক্স ম-ল; কুশুম্বায় স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ; নুরুল্যাবাদে স্বতন্ত্র প্রার্থী আকবর হোসেন ও জায়দুর রহমান; কাঁশোপাড়ায় স্বতন্ত্র প্রার্থী জনাব আলী; কশবে আওয়ামী লীগের প্রার্থী তছির উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্যা আল মাসুদ, খয়বর আলী ও সোলায়মান আলী ম-ল এবং বিষ্ণুপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মকলেছুর রহমান, আলা উদ্দিন মাঝি ও মকলেছুর রহমান ম-ল তাঁদের নির্বাচনী এলাকায় প্রদত্ত মোটের আট ভাগের এক ভাগেরও কম পেয়েছেন। গেজেট প্রকাশের পর জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে উপজেলা নির্বাচন কর্মকর্তা তৌফিকুর রহমান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামানত হারালেন ২৯ চেয়ারম্যান প্রার্থী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ