Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১০:০৩ পিএম

ঝিনাইদহে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১০দফা দাবিতে র‌্যালি ও স্মারক লিপি প্রদান করেছে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার সকাল ১১টায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।এ উপলক্ষে শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষকদের ৫০% বে-সরকারি চাকুরিকাল গণনা করে গ্রেড/পদোন্নতি তালিকা তৈরি সহ ১০দফা দাবিকৃত স্মারক লিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট প্রদান করে শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক নেতা প্রভাত রঞ্জন, শিক্ষক নেতা নজরুল ইসলাম, আবু জাফর, এস এম আবু বক্কার সিদ্দিক ও মনোয়ার হোসেন ছাড়াও জেলার ৬টি উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক সহ শিক্ষকবৃন্দরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষকদের স্মারকলিপি প্রদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ