Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোয়াখালী জেনারেল হাসপাতালের ছাদ

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা ধসে তিন শিশুসহ অন্তত ৮জন আহত হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার শিশু বিভাগের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের ইব্রাহিম (৫০), সুমাইয়া (১২), ইসমাইল (৫), সদর উপজেলার মনসাদপুর ইমাম উদ্দিন (৫), সোনাপুরের পারুল বেগম (৪৭), সুবর্ণচর উপজেলার রাসেল (১৬), সাদ্দাম (৩৫) ও রাফি (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করে হাসপাতালের দ্বিতীয় তলার ৪ নং শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ভেঙে নিচে থাকা শিশু ও রোগিদের গায়ে পড়ে। এতে তিন রোগি শিশু ও তাদের স্বজনসহ ৮ জনের শরীরের বিভিন্ন অংশে ফেটে গিয়ে জখম হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ওয়ার্ড থেকে রোগিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী জেনারেল হাসপাতাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ