Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার মিথ্যাচার করছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৩:২৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার প্রতিনিয়ত মিথ্যাচার করছে। তারা বাংলাদেশকে দোষারোপ করছে। আজ বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ অবস্থা ব্রিফ করার পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই ব্রিফিং হয়। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্রিফিংয়ে অংশ নেন।

‘বাংলাদেশ নাকি রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে না’ সম্প্রতি জাপানে মিয়ানমারের মন্ত্রীর এমন বক্তব্য উল্লেখ করে আবদুল মোমেন বলেন, এসবই তাদের ধারাবাহিক মিথ্যাচারের অংশ। মন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের মিথ্যাচার ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানান।

মিয়ানমারের এই মিথ্যাচার মোকাবেলায় বাংলাদেশ কি করবে- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব বন্ধু রাষ্ট্রকে আমাদের অবস্থান জানাচ্ছি এবং এটি অব্যাহত রাখবো। আমরা আমাদের এবং মিয়ানমার- উভয়ের বন্ধু চীনসহ আরও যারা আছেন, তাদের কাছে যাবো এবং এ নিয়ে আমাদের অবস্থান তুলে ধরবো।

মিয়ানমারের ওপর চাপ বাড়ানো প্রসঙ্গে ড. আবদুল মোমেন বলেন, আমরা সব সার্বভৌম রাষ্ট্রকে বলেছি মিয়ানমারে শুধু মুসলামানরা নির্যাতিত হচ্ছে না, সেখানে মানবতা আক্রান্ত। যদি আপনাদের মানবতার প্রতি ন্যুনতম দরদ থাকে, তাহলে আপনারা আপনাদের মতো করে চাপ দিন। আপনারা আমাদের বিষয়টা বোঝেন।



 

Show all comments
  • Zaman ১২ জুন, ২০১৯, ৪:০১ পিএম says : 0
    This foreign minister look like having a better vision and stance on this ROHINGA problem then the previous foreign minister who run their so quick with his head down , include two ambulance gift ! That so called treaty was a bad division. The fact is BURMA is a country ruled by some bad people at this moment, their vision and humanity is tunneled . And sometimes you need to up your game with all direction with a rouge country like BURMA. They are not going to take back these huge population.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ