Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দেশ এখন উন্নয়নের অনন্য উচ্চতায়’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৫ এএম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বাজেট শুধু একটি আর্থিক বিবৃতি নয়, দেশ গড়া ও জনগণের জীবনমান উন্নয়নের অন্যতম সোপান। গতকাল মঙ্গলবার সংসদ ভবনের উত্তর-পূর্ব বøকের তৃতীয় লেভেলে বাজেট হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বিএএমইউ) সহযোগিতায় এই হেল্প ডেস্ক খোলা হয়।

স্পিকার বলেন, বাজেট বিষয়ে তথ্য সম্বলিত, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এই হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা রাখবে। এছাড়া এটি নবনির্বাচিত সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহায়ক হবে। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের দিকে পা বাড়িয়েছে। এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। ২০২১ সালে রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে মধ্যম আয়ের দেশ হবে। ২০২৪ সালে পুরোপুরি উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।

শিরীন শারমিন বলেন, ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে। উত্থাপিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন সংসদ সদস্যরা। সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতার জন্য প্রতি বছরের মতো এ বছরও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বক্তব্য রাখেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১২ জুন, ২০১৯, ৩:৫০ এএম says : 0
    কি যে বলোগো তুমি? তুমি কেন এত মিত্যা বলো? মানূষের হাহাকার আর তুমাদের লুটপাট হম্বিতম্বি করো গু তুমি। তুমাদের আগন মাস আর কৃষকের করিয়াছো সরবোনাশ হম্বি তম্বি করো গু তুমি।
    Total Reply(0) Reply
  • Nure Alam Bablu ১২ জুন, ২০১৯, ৯:৫২ এএম says : 0
    এয়ারপোর্টে প্রবাসীদের লাগেজের মালামালের ঠিক মত নিরাপত্তা দিতে পারেনা যেই দেশ, সেই দেশের উন্নয়নের উচ্চতা মাপার মাপকাঠির সংঙ্গা নতুন করে আমরা শিখতে চাই।
    Total Reply(0) Reply
  • Nayon Mahmood ১২ জুন, ২০১৯, ৯:৫৪ এএম says : 0
    এমন উন্নয়ন হয়েছে যে উন্নয়নের জোয়ারে ন্যায় নীতি সব ভেসে গেছে.....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ