Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গেম অফ থ্রোন্স’-এর ‘কফি কাপ ত্রুটি’র জন্য কিট হ্যারিংটনকে দুষলেন সোফি টার্নার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘গেম অফ থ্রোন্স’-এর শেষ মৌসুম আগের মৌসুমগুলোর তুলনায় তেমন দর্শকপ্রিয়তা পায়নি। তবে সিরিজটি নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি, বিশেষ করে সিরিজের কিছু মারাত্মক ত্রæটি নিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বা সমালোচিত হয়েছে একটি দৃশ্যে স্টারবাকের কফির কাপ। সিরিজের অন্যতম অভিনেত্রী সোফি টার্নার এ জন্য সহঅভিনেতা কিট হ্যারিংটনকে এই ত্রæটির জন্য দায়ী করেছেন। ‘কোনান’ অনুষ্ঠানে ২৩ বছর বয়সী অভিনেত্রীটি উপস্থাপক কোনান ও’ব্রায়েনকে জানান সিরিজে জন স্নো চরিত্রের অভিনেতা এই ‘কফি কাপ’ বিপত্তির জন্য দায়ী। এর আগে তিনি ডেনেরিস টাগারিয়েন চরিত্রের অভিনেত্রী এমিলিয়া ক্লার্ককে একই ব্যাপারে দায়ী করেছিলেন। “প্রতিদিনই আমাকে এই কফি কাপের বিষয়ে শুনতে হয়। এটা ভালই হয়েছে যে শেষ মৌসুম যতটা না, সংবাদ মাধ্যমে তার চেয়ে বেশি প্রচার পেয়েছে এই কফি কাপের ঘটনা,” অনুষ্ঠানে সোফি বলেন। “কিট যেখানে বসেছিল কফির কাপটা সেখানেই ছিল। প্রথমে আমি এমিলিয়াকে দায়ী করেছিলাম, আমার মনে হয় না এমিলিয়া এমনটা করতে পারে। কিট অলস প্রকৃতির, মনে হয় সেই কাজটা করেছে। নিশ্চিত করে কিটই করেছ।” এর আগে এইচবিও এই ত্রæটির জন্য দুঃখ প্রকাশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ