Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে আন্ত:জেলা ডাকাত সদস্য খছরু গ্রেফতার

বালাগঞ্জ (সিলেট)সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১১:৫৬ পিএম

সিলেট ওসমানীনগর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ডাকাত সরদার সোহেলের ভাই কুখ্যাত ডাকাত খছরু মিয়া (৩০)। সে ওসমানীনগর উপজেলার চর ইসবপুর গ্রামের ইরশাদ উল্লার ছেলে। ১০ জুন সোমবার ভোরে গোয়াইনঘাট উপজেলার রাধানগর থেকে ডাকাত থছরুকে গ্রেফতার করা।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেমবার ভোরে এসআই মমিনুল ইসলামের পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেন। ডাকাত সরদার সোহেলের ভাই খছরুর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা ছিল। তার বিরুদ্ধে ওসমানীনগর থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি-ডাকাতির মামলা রয়েছে। সে আন্ত:জেলা ডাকাত সদস্য। ডাকাত খছরু জনসম্মুখে চুরি-ডাকাতির সাথে জড়িত হওয়ার কথা স্বীকার করেছে। পাশাপাশি বিভিন্ন ডাকাতের নামও সে বলেছে। কারা তাকে আড়াল থেকে সহযোগিতা করছে তাও স্বীকার করেছে।
এব্যাপারে ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাকে গোপন সংবাদে খবর পেয়ে ডাকাত ছরুকে আটক করি। তার বিরুদ্ধে একাধিক মামরা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খছরু গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ