মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘জয় শ্রী রাম’ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর উত্যক্ত না করার আহ্বান জানিয়েছেন বলিউডের অভিনেতা থেকে রাজনীতিবদ বনে যাওয়া শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি তিনি তৃণমূল সভানেত্রীকে ‘বাঘিনী’ বলেও মন্তব্য করেছেন। সম্প্রতি ‘জয় শ্রী রাম’ নিয়ে মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি জায়গায় গাড়িবহরের সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে বিক্ষোভ করেছে তার বিরোধীরা। তাকে নিয়ে বিজেপি, বাম দল তো বটেই, সমালোচনায় বাদ যাননি কংগ্রেস নেতারাও। সবার উদ্দেশেই শত্রুঘ্ন সিনহার কথা, যথেষ্ট হয়েছে, এবার থামো।
গত রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, যথেষ্ট হয়েছে, মহান বাঘিনী ও বাংলার মাটিতে জনতার সবচেয়ে জনপ্রিয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অপ্রয়োজনীয় জ্বালাতন নয়। এ ধরনের নাটক ও পোস্টকার্ড যুদ্ধ অবশ্যই থামাতে হবে।
নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া এ অভিনেতা আগে থেকেই মমতার ভক্ত। নির্বাচনী প্রচারণার সময় বিরোধীদের একাট্টা করতে কলকাতার বিশাল সমাবেশে তৃণমূল নেত্রীকে সমর্থন জানান সিনহা। এবার মমতাকে ‘বাঘিনী’ উপাধি দিয়েছেন তিনি।
আরেকটি টুইটে শত্রুঘ্ন সিনহা বলেন, আমরা সবাই রাম, কৃষ্ণ, দুর্গা ও কালির ভক্ত। তাহলে পরিস্থিতি কেন আরও কঠিন করা হচ্ছে? এরচেয়ে বাংলার জনগণের কাছ থেকে মোক্ষম জবাবের জন্য প্রস্তুত হোন। সূত্র : এনডিটিভি বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।