Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে মামলার কথা ভাবছে ফিলিস্তিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রেইডম্যানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার চিন্তা করছে ফিলিস্তিন। নিউইয়র্ক টাইমসে গত শনিবার লেখা এক নিবন্ধে ওই মার্কিন রাষ্ট্রদূত লেখেন- পশ্চিমতীরের কিছু অংশ দখল করার অধিকার আছে ইসরাইলের। এ মত প্রকাশ করার মাধ্যমে তিনি ইসরাইলের সন্ত্রাসবাদ এবং দখলদারিত্বকে আরও উসকে দিচ্ছেন দাবি করে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আইসিসিতে মামলা করার পরিকল্পনার কথা জানান। তিনি আরও বলেন, ডেবিড ফ্রেইডম্যানের উক্তি প্রমাণ করে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে শান্তি চায় না। গোটা মধ্যপ্রাচ্য অশান্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে এসেছেন ওই মার্কিন রাষ্ট্রদূত। ১৯৬৭ সাল থেকেই ইসরাইল অবৈধভাবে ফিলিস্তিনের পশ্চিমতীর এবং জেরুজালেমের বিশাল অংশ দখল করে আছে। সূত্র : আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ