Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি চালু হচ্ছে ১৮ জুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ৯:০২ পিএম

এ মাসের ১৮ তারিখে চালু হচ্ছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি ‘লিবরা’। ফেসবুকের এই প্রকল্পটির বেশিরভাগ বিনিয়োগকারী লিবরার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য এই তারিখটিকে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

কোম্পানিটির উত্তর ইউরোপের ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পেমেন্ট পার্টনারশিপের প্রধান লরা ম্যাকক্রেন জার্মানির একটি পত্রিকাকে জানান, তাদের এই ভার্চুয়াল কারেন্সি ১৮ জুন আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং শুরু থেকেই একাধিক দেশের মুদ্রায় এটির লেনদেন করা যাবে।

তবে ফেসবুক এখনও পর্যন্ত তাদের এই ক্রিপ্টোকারেন্সি প্রকল্পের বিষয়ে বিস্তারিত কোনও কিছুই প্রকাশ করেনি। অংশীদার বা সরকারের পক্ষ থেকে কোনও আপত্তি দেখা দিলে এই তারিখ যেকোনও সময় পরিবর্তনও হতে পারে।

সূত্র: টেক ক্র্যাঞ্চ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ