বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার ধুনটে সন্ত্রাসীদের প্রত্যাশা মোতাবেক চাঁদা না দেওয়ায় সাহেনা বেগম (৫০) নামে এক গৃহবধুর হাত কেটে ওই কাটা হাত পুকুরে ফেলে দিয়েছে চাঁদাবাজরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে সোমবার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈগাড়ী গ্রামে।
গৃহবধু সাহেনা ওই গ্রামের দরিদ্র কৃষক কফিল উদ্দিনের স্ত্রী। চাঁদাবাজদের হামলায় আরো ৫ জন আহত হয়েছেন। তারা হলেন কৈগাড়ী গ্রামের মৃত এহেন্দা আলীর ছেলে কফিল উদ্দিন (৭০), তার ছেলে রুবেল (২৪), নূরুন্নবী (৩০) একই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী তফুরা বেগম (২৮) ও ফটিক মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪০)। আহতদের মধ্যে সাহেনা বেগমকে মূমূর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত তিন মাস আগে কৈগাড়ী গ্রামের রাসেল স্মৃতি সংঘ নামের একটি ক্লাবের সোলার প্যানেলের ব্যাটারী চুরি হয়ে যায়। সোমবার সকালে ক্লাবের ব্যটারী কেনার জন্য কৈগাড়ী গ্রামের রশিদ মিয়ার ছেলে আল-আমিন (২৪) ও আজাহার আলীর ছেলে বিল্পব মিয়া (২৫) একই গ্রামের কপিল উদ্দিনের ছেলে রুবেলের কাছে ১শ টাকা করে চাঁদা দাবি করে। কিন্তু সে ক্লাবের সদস্য না হওয়ায় টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে আল-আমিন ও বিল্পব সহ ১৫/২০ জন রুবেলকে মারধর করতে থাকে। এতে বাধা দিলে তারা রুবেলের মা-বাবা ও ভাই সহ ৬ জনকে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীদের বাধা দিতে গেলে সাাহেনার হাতে কোপ দেয় আল আমিন নামের এক চাঁদাবাজ । ফলে ধারালো অস্ত্রের আঘাতে সাহেনা বেগমের বাম হাতের কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। হামলাকারীরা ওই বিচ্ছিন্ন হাত নিয়ে উল্লাস করে পুকুরের পানিতে ফেলে চলে যায়।
নৃশংস এই এঘটনার সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান ও ধুনট থানার ওসি ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ওই গৃহবধুর বিচ্ছিন্ন হাত ও হামলায় ব্যবহ্যত অস্ত্র উদ্ধার এবং হামলাকারী আল-আমিন, বিল্পব ও রনি খাতুনকে আটক করেছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।